• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে প্রায় তিন হাজার রোগী হাসপাতালে ভর্তি

১৫ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০২৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৯৫৮ জন মারা গেছেন। আর চলতি মাসে মৃত্যু হয়েছে ৩৬৫ জনের এবং আগস্টে মারা যান ৩৪২ জন। এ বছর সারাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ হাজার ৯৫০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরে ২৭ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৩ জন। এর আগে আগস্টে আক্রান্ত হন ৭১ হাজার ৯৭৬ জন।


গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৬ জন, আর ঢাকার বাইরে ২ হাজার ২২৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৯৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৩ হাজার ৫৩৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৬ হাজার ৪২৯ জন রোগী ভর্তি আছেন। ডেঙ্গুতে গত বছর ২৮১, ২০১৯ সালে ১৭৯, ২০২০ সালে সাতজন এবং ২০২১ সালে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads